Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আতলেতিকোকে হারিয়ে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসি ও সুয়ারেজের গোলে অ্যাটলেটিকোর মাদ্রিদকে ২-০ গোলে হারালো বার্সেলোনা।এই জয়ে অ্যাটলেটিকোর চেয়ে পরিষ্কার ১১ পয়েন্টে এগিয়ে মেসির দল। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট বার্সেলোনা। ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট আতলেতিকো মাদ্রিদ। লিগে বাকি আরও সাতটি ম্যাচ।

শনিবার গভীর রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচের ২৮ মিনিটে ডিয়েগো কস্তা সরাসরি লা কার্ড দেখলে বাকি ম্যাচটা ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে অ্যাটলেটিকোকে।

দ্বিতীয় শেষ হওয়ার পাঁচ মিনিটে আগে গোলের দেখা পায় বার্সা। ৮৫ মিনিটে সুয়ারেজের ২৫ গজ দূরের নিচু শট আর ঠেকানো হয়নি অ্যাটলেটিকো গোলরক্ষকের। এর এক মিনিটের ব্যবধানে গোলের দেখা পায় মেসি। প্রায় মাঝমাঠ থেকে ক্ষিপ্র এক দৌড়ে এসে জাল খুঁজে নিয়ে বার্সার দ্বিতীয় গোলটি করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন মেসি।

ম্যাচে গোল পাওয়া বার্সা অধিনায়ক লিও মেসি এদিন গড়েছেন নতুন নজিরও। শনিবারের ম্যাচের পর লা লিগার ইতিহাসে একক ফুটবলার হিসাবে সর্বোচ্চ জয় পেলেন তিনি। বার্সেলোনা জার্সিতে খেলে লা লিগায় ৩৩৫টি ম্যাচে জয় পেলেন।

টপকে গেলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা গোলকিপার ইকার ক্যাসিয়াসকে। যিনি রিয়ালের জার্সিতে লা লিগায় ৩৩৪টি ম্যাচে জয় পেয়েছিলেন।

Bootstrap Image Preview