Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview


সাতক্ষীরায় দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের আয়োজনে শনিবার (৬ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ৮ দলীয় এই খেলার উদ্বোধর করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের উক্ত খেলার উদ্বোধন করেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ন কবির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথসহ ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

প্রথম দিনের এ খেলায় জেলার ৮ থানা অংশগ্রহণ করে। খেলায় রেফারীর দায়ীত্ব পালন করেন, রুহুল আমিন, আবু মুছা টুটুল, রবিউল ইসলাম।

Bootstrap Image Preview