Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন নেয়ায় ৭ পরীক্ষার্থী বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নেত্রকোনার পূর্বধলায় পরীক্ষায় স্মার্টফোন দিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রের ৭ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নমিতা দে তাদের বহিষ্কার করেন।

শনিবার (এপ্রিল) সকালে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

এবিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল বারী জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন রাখা নিষিদ্ধ থাকা সত্ত্বেও হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় স্মার্টফোন দিয়ে অসদুপায় অবলম্বন করছিল। 

তিনি আরো বলেন, এই অসদুপায় অবলম্বনের দায়ে ওই কেন্দ্রের ভেন্যু জালশুকা-কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৩১৬৪৩৯, ৩১৬৪৪৬, ৬৯৮২৬১, ৬৯৮২০২, ৬৯৮১৯৯ রোলের ৫ পরীক্ষার্থী ও আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় ৬৯৮২০০ ও ৬৯৮১৯৫ রোলের ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Bootstrap Image Preview