Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবীগঞ্জে কেমিকেলের দোকানে অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের নবীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কেমিকেলের দোকান ভস্মীভূত হয়েছে।এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা যাচ্ছে। 

শুক্রবার (৫ এপ্রিল) ভোর রাতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের জে, কে হাই স্কুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামের বাজার ব্যবসায়ী হারুন মিয়ার (নিয়ন মোটরস) দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এসময় দোকানে থাকা একটি টমটমসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।  

এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করে।  কিন্তু এর আগেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

এব্যাপারে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষনিক সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। 

Bootstrap Image Preview