Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে ৩টি ইটভাটায় ৮০ হাজার টাকা জরিমানা

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৪:২৩ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৪:২৩ PM

bdmorning Image Preview


নওগাঁর সাপাহার উপজেলায় পরিবেশ আইন না মানায় ৩টি ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে তাদের জরিমানা করা হয়। 

পেশকার গোবিন্দ কুমার জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুর আলীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার শিমলডাঙ্গা টাটা ভাটায় ৪০ হাজার টাকা অনাদায়ে ১মাসের কারাদণ্ড ও রামাশ্রমের হক ও সততা ভাটায় ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করে।

এসময় সেখানে এসআই মোজাম্মেল হক তার সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুর আলী জানান, সরকারি অনুমোদনবিহীন চিমনি ব্যবহার ও কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইটভাটা পরিচালনার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়েছে। একই সাথে ইটভাটার মালিকগণ পরিবেশ আইন মানতে বিজ্ঞ আদালতের কাছে ১ মাসের সময় চেয়ে তা নষ্ট করেছেন বলে জানা গেছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী জানান, ভাটাগুলোকে পরিবেশবান্ধবভাবে গড়ে তোলার জন্য এ অভিযান অব্যাহত থাকবে। যাতে করে পরিবেশ সুস্থ ও সুন্দর থাকে।

Bootstrap Image Preview