Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পুঁজিবাজার এখন আগের থেকে অনেক বেশি স্থিতিশীল’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৮:২৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আমাদের পুঁজিবাজার আগের থেকে এখন অনেক বেশি স্থিতিশীল উল্লেখ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেছেন গত ৮ বছরের মধ্যে পুঁজিবাজার অস্থিতিশীল অবস্থা তৈরি হতে দেখা যায়নি। কারণ ২০১০-১১ সালের পর প্রয়োজনীয় কিছু পরিবর্তন আনা হয়েছে। সে পরিবর্তনের ফলে আমরা মনে করি যথেষ্ট সমৃদ্ধ হয়েছে পুঁজিবাজার। আাগমী ২ থেকে ৩ বছরের মধ্যে পুঁজিবাজার আন্তর্জাতিক মান পরিণত হওয়ার অবলম্বন তৈরি হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান আজ থেকে শুরু হয়ে চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রিজভি, বাংলাদেশ মাচের্ন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন অর্থসূচক এর সম্পাদক রহমান।

বিশেষ অতিথির বক্ত্যব্যে ড. এম খায়রুল হোসেন বলেন, আমরা কাজ করে যাচ্ছি বিনিয়োগকারীদের নিরাপত্তা দেয়ার। তারা এখানে লাভ করবে লোকসান দিবে কিন্তু প্রতারণার শিকার হবে না। আমি আশা করছি আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে একটি শক্তিশালী ক্যাপ্টেন মার্কেটে আমরা পৌঁছাতে পারবো।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের পুঁজি বাজারের দিকে বিশেষ নজর দিয়েছেন। কারণ একটি শক্তিশালী পুঁজিবাজার ছাড়া শক্তিশালী অর্থনীতি হতে পারে না। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসী করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশের অর্থনীতি এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে। এই শক্তিশালী অর্থনীতিতে পুজিবাজার গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, অগ্রসর পুঁজিবাজারে বৈশিষ্ট্য হলো নতুন নতুন টেকনোলজি ব্যবহার করা। নতুন খাতে বিনিয়োগ করা। ছোট ছোট বিনিয়োগ করে বড় বিনিয়োগ করা সম্ভব। আর এটা করার জন্য পু্ঁজিবাজার কাজ করে থাকে।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ছে না। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। আমাদের বিনিয়োগ অতিমাত্রায় ব্যাংকের উপর নির্ভরশীল। ব্যাংক আমানত সংগ্রহ করে তার মধ্যে থেকে একটি অংশকে বিনিয়োগ করে থাকে। অনেক সময় দেখা যায় ব্যাংকের আমানত সংগ্রহ থেকে বিনিয়োগের পরিমাণ বেশি হয়ে যায়। আমাদের ব্যাংকের উপরে নির্ভরশীলতা কমাতে হবে।

সভাপতির বক্তব্যে অর্থসূচক এর সম্পাদক জিয়াউর রহমান বলেন, পুঁজিবাজার প্রত্যেকটি ব্যক্তির কাছে তথ্য সরবরাহ সব থেকে গুরুত্বপূর্ণ। অনেক সময় বিনিয়োগকারীদের কাছে তথ্য পৌঁছায় না। যার কারণে তার অনেক বাধার সম্মুখীন হয়। আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে তথ্য পৌঁছাতে সহযোগিতা করবে।

উল্লেখ্য, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক দেশের প্রথম অনলাইন পত্রিকা অর্থসূচকের উদ্যোগে চতুর্থবারের মতো এ আনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

Bootstrap Image Preview