Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্ৰীর সঙ্গে সেক্স পুরুষের মৌলিক মানবাধিকার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


স্ত্ৰীর সঙ্গে সেক্স পুরুষের মৌলিক মানবাধিকার! ইংল্যান্ডে আদালতে এমনই মন্তব্য করলেন লন্ডনের এক বিচারক। তবে তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।

ইংল্যান্ডে কোর্ট অফ প্রোটেকশন নামে একটি বিশেষ পারিবারিক আদালত আছে। এই আদালতের বিচার্য বিষয় হলো, কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সক্ষম কি-না, তা খতিয়ে দেখা।

সম্প্রতি এই আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীর সঙ্গে সঙ্গমে নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে। আবেদনকারীদের বক্তব্য, সেই নারী সেক্স চান কি-না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ক্ষমতা শীঘ্রই হারাবেন সেই নারী। আর এমন ক্ষেত্রে তাঁর পক্ষে সেক্সে সম্মতি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না।

আদালতে সেই আবেদনের শুনানি চলার সময়েই স্ত্রীর সঙ্গে যৌনতাকে একজন পুরুষের 'মৌলিক মানবাধিকার' বলে মন্তব্য করেন বিচারক হেডেন। যদিও তিনি এখনও এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেননি।

Bootstrap Image Preview