Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুলনায় পাটকল শ্রমিকদের সাথে সংঘর্ষে ৪ পুলিশ আহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০১:৫০ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০১:৫০ PM

bdmorning Image Preview


খুলনায় ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা নগরের দৌলতপুর নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৬টা থেকে রাজপথ-রেলপথ বন্ধ করে দিয়ে শ্রমিকেরা নগরের নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ করছিলেন। অবরোধ চলাকালে হঠাৎ বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকদের ইটের আঘাতে ৪ পুলিশ সদস্য আহত হন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, প্রতিদিনের মতোই পুলিশ সদস্যরা শ্রমিকদের কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। হঠাৎ শ্রমিকেরা পুলিশের ওপর হামলা করেন। এ সময় পুলিশ সদস্যরা পাশের পুলিশ বক্সে আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালান শ্রমিকেরা। আহত পুলিশ সদস্যদের উদ্ধার আসা অ্যাম্বুলেন্সও এ সময় ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ বক্সে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

Bootstrap Image Preview