Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক ভোটের ব্যবধানে ব্রেক্সিট পেছানোর প্রস্তাব পাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০১:৩৮ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০১:৩৮ PM

bdmorning Image Preview


ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ব্রেক্সিট প্রক্রিয়া কিছুদিন পেছানোর জন্য উত্থাপন করা একটি প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। 

বুধবার (৪ এপ্রিল) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ সংক্রান্ত একটি প্রস্তাবের পক্ষে ৩১৩ ভোট ও বিপক্ষে ৩১২ ভোট পড়েছে।

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, মাত্র এক ভোটের ব্যবধানে পাস হওয়া এই প্রস্তাব উত্থাপান করেছিলেন লেবার পর্টির এমপি ইভেট কুপার।

প্রস্তাবটি আইনে পরিণত হতে পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভার অনুমোদন লাগবে। তবে ব্রেক্সিট আরও পেছানোর অনুমোদন দেওয়া হবে কি না সে বিষয়টি র্নিধারণ করবে ইইউ।

বিবিসি জানায়, ব্রেক্সিট নিয়ে বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনের সঙ্গে প্রধানমন্ত্রী তেরেসা মে'র বৈঠকের পর পার্লামেন্টে এ প্রস্তাবটি তোলা হয়। এর ফলে তেরেসা ব্রেক্সিটের তারিখ ১২ এপ্রিল থেকে আরও পেছাতে ইইউকে অনুরোধ জানানোর অনুমতি পাবেন। 

Bootstrap Image Preview