Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১২:৫৭ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview


পায়ের গোড়ালির পুরনো ব্যাথায় চলতি মাসের জানুয়ারির শেষ দিকে চিটকে গিয়েছিলেন। তাকে ছাড়া লিগে বা কাপে নিজেদের আধিপত্ত ধরে রাখতে পারলেও আবারো ধাক্কা খায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলেতো। 

দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে ৩-১ গোল ছিটকে যায় ইউরোপ সেরার আসর থেকে। ভিআইপি গ্যালারিতে বসে সেই দৃশ্য নিজ চোখেই দেখতে হয়েছে নেইমারকে। তবে এবার আর না। প্রায় আড়াই মাস মাঠের বাইরে থাকার পর আবারো মাঠে ফেরার প্রস্ততি নিতে শুরু করেছেন নেইমার। 

বুধবার থেকে দলের চিকিৎসক ও অন্যান্য ট্রেনারদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বল নিয়ে হালকা দৌড়াদৌড়ি করা শুরু করেছেন নেইমার। আর এই ব্যাপারে নিয়মিত খবর দিচ্ছে নেইমারের ক্লাব পিএসজি, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘নেইমারের আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সে’—জানিয়েছে পিএসজি। তবে এখনই সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারবেন না নেইমার। ক্লাবটির তরফ থেকে জানানো হয়েছে, ‘আপাতত ক্লাবের ডাক্তারদের তত্ত্বাবধানেই খেলছে সে, সামনের ১৫ দিন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থেকে সে অনুশীলন চালিয়ে যাবে।’

বুধবারই নঁতকে হারিয়ে ফরাসি কাপের ফাইনালে উঠেছে পিএসজি। ফলে ২৭ এপ্রিল ফাইনালে রেনের বিপক্ষে মাঠে নামতে পারেন নেইমার। এদিকে কোপা আমেরিকার আগে নেইমারের এই মাঠে ফেরা স্বস্তি দিয়েছে ব্রাজিল শিবিরেও।

Bootstrap Image Preview