Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রাইস্টচার্চে হামলাকারীর বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১১:৪৯ AM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১২:০১ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ দেবে পুলিশ। এছাড়া ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগও আনা হচ্ছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ এপ্রিল) শুনানির জন্য ব্রেন্টনকে আদালতে হাজির করা হবে। সেখানে পুলিশ আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ জমা দেবে। 

হামলাকারী ব্রেন্টন টারান্টের (২৮) বছর বয়সী এই অস্ট্রেলিয়ান নাগরিকের বিরুদ্ধে এর আগে একটি হত্যার অভিযোগ আনা হয়েছিল।

গত শুক্রবার (১৫ মার্চ) রক্তবন্যায় ভাসে শান্তির দেশ নিউজিল্যান্ড। দেশটির অন্যতম নগরী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর শ্বেতাঙ্গ উগ্রপন্থী ব্রেন্টন নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন। নিহতের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন। 

এটাই পশ্চিমা দুনিয়ায় মুসলিম জনগোষ্ঠীর ওপর সবচেয়ে ভয়াবহ ও বড় হামলা। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে যে মসজিদটিতে, সেখানে নামাজ আদায়ে যাচ্ছিলেন নিউজিল্যান্ড সফরকারী বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। অল্পের জন্য রক্ষা পান তারা।

অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন টারেন্ট (২৮) একাই দুটি মসজিদে হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়। 

Bootstrap Image Preview