Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার খিলগাঁও বাজারে আগুন, পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৪১ AM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


এবার রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। 

গতকাল বুধবার দিনগত রাত সোয়া ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেল লাইনের দুই পাশের বস্তি ও কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে গত ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার আগুন লাগে তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে।

Bootstrap Image Preview