Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে পাসপোর্ট করতে যেয়ে ৪ রোহিঙ্গা নারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ১০:৪০ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ১০:৪০ PM

bdmorning Image Preview


কুড়িগ্রামের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করার সময় চার রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গা নারীরা হলেন, আলেয়া (১৮), নুরী খা (১৮) ফাতেমা (২২), মীম (১৮)।

বুধবার বিকাল সাড়ে চারটার দিকে কুড়িগ্রাম শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ রওশন কবির।

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকার জানান, কয়েকজন নারী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসলে আমাদের সন্দেহ হয়। পরে আমরা সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। বিকেলে পুলিশ ওই নারীদের আটক করে থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার ওসি রওশন কবির জানান, আটক রোহিঙ্গা নারীদের সহায়ক হিসেবে একজন বাংলাদেশী মহিলাকে আটক করা হয়েছে। রোহিঙ্গাদের পাচারের সঙ্গে কারা জড়িত তা উৎঘাটন করার জন্য ওই বাংলাদেশি নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। তবে তদন্তের স্বার্থে আটক বাংলাদেশী নারীর নাম প্রকাশ করা হচ্ছে না।

Bootstrap Image Preview