Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রযুক্তির নতুন আবিষ্কার 'ট্রান্সফর্মার প্লেন' নিয়ে এল নাসা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview


নিজের ইচ্ছামতো চাইলেই উড়ন্ত অবস্থায় পরিবর্তন করা যাবে উড়োজাহাজের ডানার আকার। সম্প্রতি এমনই এক উড়োজাহাজ বানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

জানা যায়, নতুন উদ্ভাবিত এই ডানার ঘনত্ব প্রতি ঘন মিটারে ৫.৬ কেজি যেখানে রাবারের প্রতি ঘন মিটারের ঘনত্ব প্রায় ১৫শ' কেজি। উড্ডয়নের বিভিন্ন স্তর, টেইকঅফ এবং ল্যান্ডিংয়ের ভিন্ন ভিন্ন ধরনের ওপরের ভিত্তি করে এর ডানার আকার পরিবর্তন করা যেতে পারে।

ব্রিটিশ ট্যাবলয়েড মিররে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এমআইটির একদল গবেষকের সঙ্গে মিলে আকার পরিবর্তনে সক্ষম এই উড়োজাহাজ বানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, উড়োজাহাজের উড্ডয়ন নিয়ন্ত্রণ করতে উড়ন্ত অবস্থায় ডানার আকার পরিবর্তন করতে হয়। এ কারণেই নকশা করা হয়েছে পরিবর্তনশীল এই ডানার। শক্ত এবং নমনীয় উপাদানের মিশ্রনে বানানো এই ডানা সহজেই মাঝ আকাশে এর আকার পরিবর্তন করতে সক্ষম। আকার পরিবর্তনের জন্য ফাঁপা হালকা জালির মতো আকারের এই ডানা বানাতে এর প্রতিটি উপাদান অন্যটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে, ফলে অন্যান্য সব ধরনের উড়োজাহাজের ডানার চেয়ে এই ডানা অনেক বেশি হালকা এবং শক্তি সাশ্রয়ী।

নতুন উদ্ভাবিত এই উড়োজাহাজের ডানার প্রোটোটাইপটি প্রায় পাঁচ মিটার লম্বা, যা বাস্তবে একটি এক আসনের প্লেনের পাখার সমান। একমাত্র প্রোটোটাইপটি গবেষকদের হাতে তৈরি হলেও, ভবিষ্যতে এটি সাধারণ বিমান তৈরির কারখানায় রোবটের মাধ্যমেই উৎপাদন করা যাবে বলে জানিয়েছে নাসা।

আকার পরিবর্তনে সক্ষম এই উড়োজাহাজ সম্পর্কে গবেষক দলের সহকারি-লেখক নিকোলাস ক্র্যামার বলেন, বিভিন্ন কোণ বিবেচনা করে আমরা ডানার আকার ঠিক করে এর কার্যকরিতা আনতে পেরেছি। তারা ঠিক সেই আচরণ আনতে পেরেছেন যা হয়তো আপনি 'অ্যাকটিভলি' করতে চাইবেন, কিন্তু তারা এটা করেছেন 'প্যাসিভলি'।

Bootstrap Image Preview