Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ১৩ যাত্রী আহত

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৮:০৯ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৮:০৯ PM

bdmorning Image Preview


মীরসরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১৩ যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরারকুল এলাকায় চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে (চট্ট মেট্রো-চ ১১-৭৪৪৬) দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

পরে মীরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রেরণ করা হয়।

সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন- ফিরোজ (২৩), নাছির হাওলাদার (৬৫), জাকির (৪৫), নূর মাহমুদ (৪০), ইকবাল হোসাইন (৩৫), সুলতান (৬০), আলী আহাম্মদ (৪৭), আব্দুল মাহবুব (৬০) আব্দুল হাকিম (৫০), সেকান্দার (৪৭), ইউনুস (৪০), মনিরুল আলম (৪০) ও ইছহাক (৫৫)।

তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা সবাই চট্টগ্রাম জেলার উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা। 

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার রবিউল আজম জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে অপর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঐ মাইক্রোবাসে থাকা চালকসহ ১৩ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আটকা পড়া যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হই। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রেরণ করি। দুইজনের অবস্থা গুরুত্বর। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা বগুড়া সফর শেষে চট্টগ্রামে ফিরে যাচ্ছিল বলে জানা গেছে।   

 

Bootstrap Image Preview