Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিগগিরই ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যাবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৬:৫৯ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৬:৫৯ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


বিশ্বের প্রতি ছয়জনের মধ্যে একজন মানুষ মারা যায় ক্যান্সারে আক্রান্ত হয়ে। একমাত্র এই রোগে আক্রান্ত হয়ে গতবছরে প্রায় সাত মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটে। তবে আশার কথা হচ্ছে অতি শিগগিরই ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যাবে। ক্যান্সার এমন একটি রোগে পরিণত হবে যা জীবনযাপনের প্রত্যাশাকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্য বিশেষজ্ঞ সিগদেম সেলি। 

২০১৫ সাল থেকে মূত্রনালির গ্রীবা সংলগ্ন গ্রন্থিবিশেষের এবং স্তন ক্যান্সার নিয়ে গবেষণা করা তুরস্কের এজ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সিগদেম সেলি বলেন, ‘ক্যান্সার কোষ কীভাবে আচরণ করে সে সম্পর্কে এখন আরো ভালো বোঝা যাচ্ছে।’

তিনি বর্তমানে স্তন ক্যান্সারের রোগীদের থেকে টিস্যুর জেনেটিক বিশ্লেষণ করে গবেষণা করছেন কীভাবে ব্যক্তি থেকে ব্যক্তির ক্যান্সার পৃথক হয়।

সেলি বলেন, ‘যদি একবার ওষুধের প্রভাব ব্যক্তি থেকে ব্যক্তির পৃথক হওয়ার কারণটি আরো ভালোভাবে বোঝা যায় তাহলে প্রতিটি রোগীর জন্য সর্বোত্তম ওষুধ খোঁজার পরে ‘বিগ-সি’ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

নতুন নতুন প্রযুক্তিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখন ভালোভাবে বুঝতে পারি কীভাবে ক্যান্সার কোষগুলো বৃদ্ধি পায়, কীভাবে শরীরের অন্যান্য অংশে বিস্তার করে এবং ওষুধগুলো কীভাবে কোষগুলোকে প্রভাবিত করে।’

তিনি বলেন, ‘বর্তামানে আমরা ক্যান্সার আক্রান্ত রোগীর জন্যে যে ওষুধ ব্যবহার করছি তা কয়েক বছর ধরে কার্যকর থাকে কোনো কোনো রোগীর ক্ষেত্রে। যার ফলে যদি কোনো রোগী ওষধ গ্রহণ বন্ধ করে দেয় তাহেলে ক্যান্সার আবার ফিরে আসে।’ 

তিনি জানান, ‘কীভাবে ব্যক্তি থেকে ব্যক্তির ক্যান্সার পৃথক হয় এবং কীভাবে রোগীদের মধ্যে ওষুধি প্রভাব ভিন্ন হয় তা যদি একবার ভলোভাবে বুঝা যায় তাহলে আমরা অতি সহজে প্রত্যেক রোগীর জন্য সবচেয়ে উপযুক্ত ওষুধ নির্ণয় করতে পারব। বহু বছর ধরে এই রোগ নিয়ন্ত্রণে রাখতেও সক্ষম হব।’

Bootstrap Image Preview