Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০২:১৯ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০২:১৯ PM

bdmorning Image Preview


র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “সহায়ক প্রযুক্তির ব্যবহার,অটিজম বৈশিষ্ট সম্পন্নদের  অধিকার”।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের সহায়তায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে র‌্যালিটি মিলিত হয়।

এসময় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান, আদিল হোসাইন, মাসউদা খাতুন, রোমানা খাতুন, লাকী বানু, ভক্তি পাল প্রমূখ। এসময় র‌্যালিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,অভিভাবক উপস্থিত ছিলেন।  
 

Bootstrap Image Preview