Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘুমন্ত অবস্থায় বজ্রপাত, ঘরের ভেতরেই প্রাণ গেল কৃষকের

সিরাজগঞ্জ (চৌহালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৮:১৩ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৮:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ধুলিয়াবাড়ি চরে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী আহত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) ভোররাতে ঘুমন্ত অবস্থায় থাকাকালে তাদের ঘরে বজ্রপাত পড়লে ঘটনাস্থলে কৃষক রমজান আলী মারা যায় এবং স্ত্রী রোকেয়া খাতুন আহত হয়।

নিহত রমজান আলী সরকার (৭০) বেতিল চরের মৃত রাহাজ উদ্দিন সরকারের ছেলে। আহত তার স্ত্রী রোকেয়া বেগমকে (৬৫) স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ দিকে নিহত কৃষকের গোয়াল ঘরে থাকা ৩ লক্ষ টাকা মুল্যের ৪টি গরু ও ১টি ছাগল বজ্রপাতের আঘাতে একই সাথে মৃত্যু হয়েছে।

নিহতের চাচাতো ভাই চৌহালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আফতাব উদ্দিন ও ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানান, জমিতে আবাদের জন্য মৌসুম ভেদে স্ত্রীকে নিয়ে ধুলিয়াবাড়ি চরে বসবাস করতো কৃষক রমজান আলী। পাশাপাশি গরু-ছাগল পালন করতো।

ঘটনার দিন ভোররাতে হঠাৎ এনায়েতপুর-চৌহালীজুড়ে আকষ্মিক ঝড়সহ বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। তখন ঘুমন্ত অবস্থায় থাকাকালে তাদের ঘরে বজ্রপাত পড়লে ঘটনাস্থলে কৃষক রমজান আলী মারা যায় এবং স্ত্রী রোকেয়া খাতুন আহত হয়।

এ সময় পাশে থাকা ৩টি গাভী গরুসহ ৪টি গরু ও একটি ছাগলও একইভাবে মারা যায়। সকালে আশে পাশের লোকজন গিয়ে এমন অবস্থা দেখে আত্মীয়-স্বজনদের খবর দিলে নিহতের লাশ এবং আহতকে উদ্ধার করা হয়। আহত রোকেয়া খাতুনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে দুপুরে জোহর নামাজের পর জানাজা শেষে বেতিল কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে। বর্তমানে এ ঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে।

অপরদিকে নিহতের বড় ছেলে কুড়ান সরকার জানান, আমাদের পরিবারের যা ছিল সবই শেষ হয়ে গেল। এখন মা ছাড়া আমাদের আর কোন সম্বল রইলো না। এখন কিভাবে আমরা চলবো?

এ ঘটনায় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু তাহির জানান, ঘটনাটি হৃদয়বিদারক। আমি নিজেই মর্মাহত। তার পরিবারের জন্য কিছু করার জন্য আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

 

 

 

Bootstrap Image Preview