Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পার্বত্য চট্রগ্রামে সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষা নিশ্চিত করা হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১০:০৬ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview


পার্বত্য চট্রগ্রামে সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষা সর্বস্তরে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে অসাম্প্রদায়িকতামুক্ত শিক্ষা নিশ্চিতে কাজ করতে হবে।

রবিবার (৩১ মার্চ) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে জেলা টাউন হলে এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মং সার্কেল চীফ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মংপ্রুসাইনসহ সকল মুক্তিযোদ্ধাদের স্বরণে আজ এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। তিনি বলেন, খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতায় সেনাবাহিনী ২৭টি বিদ্যালয় পরিচালনা করছে। এসব বিদ্যালয় পরিচালনার লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি এলাকায় অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা নিশ্চিত করা এবং পাহাড়ে টেকসই উন্নয়ন করা।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী, খাগড়াছড়ির বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ সাজ্জাদ, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অসমান্য অবদানে জন্য মং সার্কেলের প্রয়াত রাজা সার্কেল চীফ মংপ্রু সাইনের স্বরণে এ বৃত্তি প্রদান করা হয়। খাগড়াছড়ি জেলা ও রাঙ্গামটির জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার জেএসসি ও এসএসসি ৪০ জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদপত্র, ক্রেটস ও নগদ অর্থ তুলে দেন প্রধান অথিতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

Bootstrap Image Preview