Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৩:৩৭ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


বান্দরবানের বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়তুর রহমান জামে মসজিদের সভাপতি কাজী মোঃ মুজিবর রহমান এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

ইউকেচিং বীর বিক্রম সড়কের বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌরসভার অনুমোদন না নিয়ে ও বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন করা হয়।  

সাংবাদিক সম্মেলনে কাজী মোঃ মুজিবর রহমান জানান, তার পরিচালনাধীন বায়তুর রহমান জামে মসজিদের সাথে লাগিয়ে সরকারি গাইড ওয়ালের উপর কলাম সৃষ্টি করে বহুতল ভবন নির্মাণ করছেন নুরুল কবির সওদাগর। তিনি যে জায়গায় বহুতল ভবন নির্মাণ করছেন তা মসজিদের নামে বাজার ফাণ্ড প্রশাসকের কাছে আবেদন করা আছে। এক প্রকার জোরপূর্বক টাকার জোরে নুরুল কবির সওদাগর সরকারী কোন ধরনের বিধিবিধানের তোয়াক্কা না করে এই বহুতল ভবন নির্মাণ করছেন।

তিনি আরো জানান, বর্ষা মৌসুমে পানি চলাচলের জায়গা দখল করে বহুতল ভবনটি নির্মাণ করায় যে কোন মুহুর্তে ধ্বসে জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। উক্ত জায়গায় ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করায় এলাকার মানুষের মধ্যেও আতংক রয়েছে।  

এদিকে সরেজমিন দেখা গেছে, ভবনটির পিছনের অংশে একটি ব্রীক ওয়ালের উপর ঝুঁকিপূর্ণভাবে পিলার জমানো হয়েছে। যেখানে ওয়ালটি ঝুঁকিপূর্ণ সেখানে বহুতল ভবন নির্মানের দুঃসাহস এলাকাবাসীকে সংকিত করেছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে নতুন আরেকটি ট্রেজেডির জন্ম দিবে বান্দরবানে। 

এদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ভবন মালিক নুরুল কবিরের সাথে মুঠো ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।       
 

Bootstrap Image Preview