Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল আলজেরিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকার পদত্যাগের দাবিতে আলজিয়ার্সের রাস্তায় বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ। গত ছয় সপ্তাহ ধরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে চলা অস্থিরতার মধ্যে শুক্রবার সবচেয়ে বড় বিক্ষোভ হয়। এ সময় বিক্ষিপ্তভাবে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে,বিক্ষোভকারীরা পাথর ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছোড়ে।

জানা যায়,গত কয়েক সপ্তাহ ধরে চলা এই অস্থিরতার অবসান ঘটাতে এগিয়ে এসেছে দেশটির সেনাবাহিনী। তারা দায়িত্ব পালনে প্রেসিডেন্ট বুতেফলিকাকে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনীর এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন এবং ক্ষমতাসীন জোট সরকারের শরিক ন্যাশনাল র্যালি ফর ডেমোক্রেসি (আরএনডি)।

শুক্রবার দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবি প্রায় ১০ লাখ লোক অংশ নিয়েছেন। তবে সরকার বলছে এই সংখ্যা কম। অনেক বিক্ষোভকারী বেসামরিক রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রচেষ্টাকে নাকচ করে দিয়েছেন।

বিক্ষোভকারীদের কয়েকজন রয়টার্সকে বলেন,প্রেসিডেন্ট এবং তার ঘনিষ্ঠদের অবিলম্বে ক্ষমতা ছাড়তে হবে। জনগণ এ সরকারের বিদায় চায়। আলজেরিয়ার সংবিধান অনুযায়ী আজিজ বুতেফলিকা পদত্যাগ করলে পার্লামেন্টে উচ্চকক্ষের সভাপতি আব্দেল কাদের বেনসালাহ কমপক্ষে ৪৫ দিনের জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হবেন।

উল্লেখ্য,আলজেরিয়ার প্রেসিডেন্ট (৮১) দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। তাকে জনসম্মুখে খুব একটা দেখা যায়না।এমতাবস্থায় প্রেসিডেন্ট আরো ১০ বছর ক্ষমতায় থাকার জন্য পুন:নির্বাচনের ঘোষণা দিলে জনগণ এবং বিরোধীদলগুলো প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে।

Bootstrap Image Preview