Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম-কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, আশঙ্কাজনক মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০২:৩৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও জিপের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মা এবং সিএনজি অটোরিকশা চালক। 

রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ২ নম্বর ওয়ার্ডের নেছার আহমদের ছেলে আবদুল আজিজকে (৫০) ও তার শিশু কন্যা আফিফা (৩)।

আহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও সিএনজিচালিত অটোরিকশা চালক কাঞ্চন দাশের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কাঞ্চন একই উপজেলার ইছাখালী গ্রামের নির্মল দাশের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রবিবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও জিপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জেনেছি জিপটি ছিল বান্দবানের লামা উপজেলা চেয়ারম্যানের।

বেলা ১১টার দিকে আবদুল আজিজ ও তার মেয়ে আফিফাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও সিএনজি অটোরিকশা চালক কাঞ্চন দাশের অবস্থাও আশঙ্কাজনক। 

Bootstrap Image Preview