Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহেশপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০১:৪৪ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে মহেশপুর হাই স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় মানবাধিকার সংগঠন রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি)। অনুষ্ঠান পরিচালনা করেন রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি)’র পরিচালক মানবাধিকার কর্মী আবদুর রহমান। 

এসময় বক্তারা, মাদককে সমাজ থেকে দূর করতে ও আগামী প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সচেতনতার পাশাপাশি সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। পরে সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থী ও নানা শ্রেণী-পেশার মানুষকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক আজিজুল হক। 

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম), ৫৮ বিজিবির অধিনায়ক.কর্নেল তাজুল ইসলাম, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন হামিদ ও ইউপি চেয়ারম্যান এ বি এম শহিদুল ইসলাম প্রমুখ। 

Bootstrap Image Preview