Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীর ৭টি উপজেলায় ভোটগ্রহণ চলছে

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview


উৎসবমুখর পরিবেশে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপে পটুয়াখালীর ৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।  

রবিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এসময় ১ লক্ষ ১৫ হাজার ১৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এছাড়াও নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি মাঠে তৎপর রয়েছে। সকালে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশ কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এসব প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার স্বার্থে পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত রয়েছে।  

Bootstrap Image Preview