Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনের একদিন আগে তিতাস থানার ওসিকে অব্যাহতি

জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


৩১ মার্চ ৪র্থ ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার তিতাসে।

শনিবার (৩৯ মার্চ) নির্বাচনের একদিন আগে নির্বাচন কমিশন সচিবালয়ের এক আদেশে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলামকে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত স্মারকে জানা যায়, ৫ম উপজেলা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়।

৩০ মার্চ বিকাল ৫টা থেকে নির্বাচন পরবর্তী ২ এপ্রিল বিকাল ২টা পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহিত পূর্বক অফিসার ইনচার্জ (তদন্ত) মঞ্জুর কাদের ভূইয়াকে দায়িত্ব প্রদান করা হয়।

এ ছাড়াও একজন সহকারী পুলিশ সুপার/অতিরীক্ত পুলিশ সুপারকে নির্বাচন তদারকির দায়িত্ব প্রদান করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য কুমিল্লা জেলা পুলিশকে নির্দেশ দেয়া হয়।

Bootstrap Image Preview