Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের ‘ক্রাইসিস’ ভালো লেগেছে কোয়েলের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার মিষ্টি হাসির মোহে আটকে আছে লাখো দর্শক। এবার বাংলাদেশের পর্দায় চমক দেখাবেন নায়িকা। মোহাম্মদ শাহাজাদা ইসলাম পরিচালিত ‘ক্রাইসিস’ সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নির্মাতা শাহাজাদা বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন কলকাতার ছবির জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক। মানুষের যাপিত জীবনের নানা সঙ্কটের গল্প উঠে আসবে এই ছবিতে। এখানে পাঁচটি চরিত্র সঙ্কটের আবর্তে ঘুরপাক খাওয়ার মানুষের প্রতিনিধিত্ব করবে।’

দেশে এত অভিনেত্রী থাকতে ক্যারিয়ারের প্রথম ছবিতে বিদেশি নায়িকা নেয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘দেশের ইন্ডাস্ট্রি ও এখানকার মানুষদের প্রতি আমি সবসময়ই শ্রদ্ধাশীল। তবে এখানকার আবহাওয়া একজন নতুন পরিচালকের জন্য যথেষ্ট প্রতিকূল। আমি ছবিটি নিয়ে দুই একজন পছন্দের অভিনেত্রীর সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখাননি। পেশাদারীত্বেরও অভাব দেখেছি। বাধ্য হয়েই কলকাতার অভিনেত্রী নিতে হচ্ছে। শুধু তাই নয়, ছবির সংগীত পরিচালনার জন্যও চেষ্টা করেছিলাম। কিন্তু নিজ দেশের জনপ্রিয়দের কাছ থেকে আশানুরুপ সাড়া পাইনি। তাই কলকাতার জিৎ গাঙ্গুলীকে দিয়ে গানগুলো তৈরি করবো।’

তবে কার নায়িকা হয়ে বাংলাদেশি ছবিতে অভিষেক ঘটছে কোয়েলের সেটি এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে পরিচালক বলেন, ‘জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর সাথে কথা বলেছি। ‘ক্রাইসিস’ ছবির মূল পুরুষ চরিত্রের সঙ্গে এই দু’জন অভিনেতাকেই প্রয়োজন। দু’জনের মধ্যে যাকে সময় ও সুযোগ অনুযায়ী পাওয়া যাবে তাকে নিয়েই আমি যাত্রা শুরু করবো। তার বিপরীতেই দর্শক কোয়েল মল্লিককে দেখতে পারবেন। খুব শীঘ্রই অভিনেতার বিষয়টি চূড়ান্ত হবে।’

Bootstrap Image Preview