Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ভারতীয় ইনজেকশনসহ আটক ১

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ১২:১৫ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে ৩৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ জাহিদ হাসান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৯ মার্চ) সকালে সীমান্তের শিকড়ি এলাকা থেকে এ ওষুধ জব্দ করে বিজিবি। আটককৃত পাচারকারী জাহিদ হাসান মহিষাডাঙ্গা গ্রামের আলী হোসেনের ছেলে।

বিজিবি সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার শিখড়ি চারা বটতলা মাঠের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন পাচার হচ্ছে। বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ৩৪৭ পিস ভারতীয় ইনজেকশনসহ জাহিদ হাসানকে আটক করা হয়। এই ইনজেকশনগুলোর মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। 

২১ বিজিবি ব্যাটেলিয়ান পরিচালক ইমরান উল্লাহ সরকার (পি বি জি এম এস ) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview