Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ভারতীয় রুপি ও ডলারসহ আটক ২

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৮:১৬ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview


বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি এসিবাসে তল্লাশি চালিয়ে ইকবাল হোসেন (৩৯) ও জাকির হোসেন (৩৮) নামে ২ জন পরিবহন যাত্রীকে বিপুল পরিমান ভারতীয় রুপি ও ডলারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃত ইকবাল হোসেন ফরিদপুরের বজরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং জাকির হোসে ঢাকা যাত্রাবাড়ি এলাকার আজিম মিয়ার ছেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ সেলিম রেজা বলেন, বিপুল পরিমান ভারতীয় রুপি ও ডলার নিয়ে দুই ব্যক্তি ভারত থেকে আসছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল সন্দেহজনকভাবে ঢাকাগামী রয়েল পরিবহনের ওই বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশী করে পায়ে বিশেষ কায়দায় বেঁধে রাখা ১৭ লাখ ১৪ হাজার ৫'শ ভারতীয় রুপি ও ২৩ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৬০ হাজার টাকার সমান।

আটককৃতদের বিরুদ্ধের মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
 

Bootstrap Image Preview