Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গয়নার ভেতর জন্মনিরোধ পিল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ক্রমবর্ধমান জনসংখ্যার লাগাম ধরতে মানবসভ্যতায় নারীরা জন্মনিরোধকের পথ বেছে নিয়েছে। গত ৫০ বছর ধরে চিকিৎসা বিজ্ঞানীরা জন্মনিরোধের বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন। এবার নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করলেন তারা।

এই পদ্ধতে নারীকে আলাদাভাবে সংরক্ষণ করে রেখে খেতে হবে না কোনো জন্মনিরোধক বড়ি। এই পদ্ধতিতে জন্মনিরোধ পিল বা হরমোন থাকবে নারীর কানের দুল, হাতঘড়ি, আংটি অথবা গলার হার।

যেখানে নারীরা সৌন্দর্য প্রকাশে গয়না পড়বেন সঙ্গেসঙ্গে তার জন্মনিরোধ পরিকল্পনাটিও সফল হবে।

এমন কথাই জানিয়ে চিকিৎসাশাস্ত্র–বিষয়ক নেদারল্যান্ডসের গবেষণা সাময়িকী জার্নাল অব কন্ট্রোলড রিলিজে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে জানানো হয়েছে, এ প্রক্রিয়ায় পরিধেয় গয়নায় ছোট্ট কোনো স্থানে হরমোন রাখা হবে। আর সেটি ত্বকে আপনা-আপনিই শোষিত হয়ে রক্তের মাধ্যমে তা শরীরে প্রবাহিত হবে।

তবে মানুষের শরীরে এখনও এই পরীক্ষা করা হয়নি জানিয়ে গবেষকদলটি জানিয়েছে, আপাতত শূকর ও লোমহীন ইঁদুরের শরীরে ইতিমধ্যে এর সফল পরীক্ষা করা হয়েছে।

এসব শূকর ও ইঁদুরের কানে জন্মনিরোধ লিভোনোজেস্ট্রিল হরমোনসমৃদ্ধ দুল পরানো হয়েছিল।

পরীক্ষায় দেখা গেছে, তাদের ত্বকসংলগ্ন ছোট্ট একটি অংশ দিয়ে শরীরে যথেষ্ট পরিমাণে জন্মনিরোধক হরমোন ঢুকেছে।

Bootstrap Image Preview