Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন 

তোফায়েল পাপ্পু,  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতভাগ পদোন্নতিসহ ১১ তম গ্রেডে বেতন পুনঃনির্ধারণের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টায় শহরের ঢাকা-সিলেট ভায়া মৌলভীবাজার মহাসড়কের চৌমুহনা এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ভয়েজকলে অবহিতকরণ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে ৯ মার্চ ২০১৪ তারিখ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন পুনঃনির্ধারণের দাবি জানান শিক্ষকরা।   

শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজন চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রনবেশ চৌধুরী অন্তু, সাংগঠনিক সম্পাদক অলক কান্তি পাল, প্রধান শিক্ষক জহর তরফদার প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।  


 

Bootstrap Image Preview