Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাকিবের জন্মদিনে ভক্তের কাণ্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১২:৩৫ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১২:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রিয় তারকাদেরকে কেন্দ্র করে নানা কাণ্ড করে থাকেন ভক্তরা। প্রায়ই খবরের পাতায় উঠে আসে এই সব কর্মকাণ্ড। এমনি ঘটনা ঘটিয়েছে এক ভক্ত তার প্রিয় নায়ক শাকিবের জন্মদিনে। 

এবার শাকিবের জন্মদিন ঘিরে মৌলভীবাজারের শায়েস্তাগঞ্জজুড়ে পোস্টার লাগিয়েছেন আশরাফুল ইসলাম নাঈম নামের এক ভক্ত।

গণমাধ্যমকে  এই ভক্ত জানান, এবার চেয়েছি একটু অন্যরকমভাবে শুভেচ্ছা জানাতে। প্রথমে আমার চাচাতো ভাই মিন্টু আহমেদ অভি ও গ্রামের আরেকজন শাকিব ভক্ত হৃদয় আহমেদকে শেয়ার করি। তারা আমার এই উদ্যোগে রাজি হয়ে যায়। ভাবনা আমার হলেও পুরো ব্যাপারটা আমরা ৩ জন মিলে নিজেদের খরচ করেছি।

জন্মদিন প্রসঙ্গে শাকিব খান বলেন, আয়োজনে বিশেষ কিছু থাকে না। সময় থাকলে কোনো রেস্টুরেন্টে সাংবাদিক ভাইরাসহ আমাকে যারা সবসময় সহযোগিতা করে এসেছেন তাদের নিয়ে সময় কাটাই। পাশাপাশি আমার ভক্তদের শুভেচ্ছা গ্রহণ তো রয়েছেই। তাছাড়া গত দু’বছর আমার সন্তান জয়কে নিয়েও দিনের বেশিরভাগ সময় কাটে। এবারও তার ব্যতিক্রম হবে না। ওর সঙ্গে জন্মদিনের প্রথম প্রহর অথবা বিকালে কোথাও ঘুরতে যাব।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুই বাংলার এসময়ের জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন। দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মন মাতিয়ে রেখেছেন তিনি।

বর্তমানে ঢালিউড সাম্রাজ্যের কিং বলা হয়। শুধু ঢাকাই সিনেমা নয়, ভারতের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রাজার মতোই দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি শাকিব খান। ঢাকাই ছবির শীর্ষ নায়ক। এরই মধ্যে সুপারস্টারের খেতাবও পেয়েছেন। তবে বহু চড়াই-উৎরাই পেরিয়ে তাকে এ খেতাব অর্জন করতে হয়েছে। ১৯৯৯ সালে আফতাব খান টুলু পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ ছবির মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব খান। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’। প্রথম ছবিতেই সফলতা পান তিনি। কিন্তু সে সফলতাকে পুঁজি করে পথ চলাটা তার জন্য সহজ ছিল না। সময়ের পরিক্রমায় আজ তিনি দেশের সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেতা। ক্যারিয়ারে এ পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব।

Bootstrap Image Preview