Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানুষটি দুই বছর আগেই চলে গেছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৩:০৮ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


আজ (২৭ মার্চ) চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিজু আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ২৭ মার্চ ঢাকা থেকে ট্রেনে করে সিনেমার শুটিংয়ের জন্য দিনাজপুরে যাওয়ার উদ্দশ্যে রওনা দিলে ট্রেনেই হৃদরোগে আত্রুান্ত হয়ে মারা যান এই অভিনেতা।

চলচ্চিত্রে মিজু আহমেদ হলেও তার প্রকৃত নাম মিজানুর রহমান। শৈশবকাল থেকেই তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন। কুষ্টিয়ার স্থানীয় নাট্যদল নূপুর’র সঙ্গে যুক্ত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ক্যামিস্ট্রি বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন তিনি। তবু অভিনয়ের নেশা তাকে গ্রাস করে রেখেছিলো।

ব্যক্তি জীবনে দুই মেয়ে ও এক ছেলের জনক মিজু আহমেদ। বড় মেয়ে কেয়া বিবাহিত। তার স্বামী ব্যবসায়ী। ছোট মেয়ে মৌ ইউল্যাব থেকে এমবিএ শেষ করেছেন। ছোট ছেলে হাসনাত ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কয়েক বছরের মধ্যে নিজেকে সেরা খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। অসাধারণ অভিনয়ের সুবাদে ১৯৯২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। তার পরপারে চলে যাওয়ার দিন (২৭ মার্চ) রাত সাড়ে ৮টায় আহমেদ ইলিয়াস ভূঁইয়ার পরিচালনায় ‘মানুষ কেন অমানুষ’ নামের একটি ছবির শুটিং করতে দিনাজপুর যাওয়ার জন্য কমলাপুর থেকে ট্রেনে রওনা দেন। পথিমধ্যে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। রাজধানীর বিমান বন্দর রেলওয়ে স্টেশনে তাকে নামানো হয়। সেখান থেকে হসপিটালে নিলেও কোন লাভ হয়নি। পরিবারের ইচ্ছায় মিজু আহমেদকে কুষ্টিয়া পৌর গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

Bootstrap Image Preview