Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ শিলাবৃষ্টি, আমের ব্যাপক ক্ষতির আশঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০১:৫৪ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মেহেরপুরে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মেহেরপুরে টানা পাঁচ মিনিটের শিলাবৃষ্টিতে রাস্তা, ফসলের মাঠসহ আম বাগানে শিলার স্তূপ জমে যায়। হঠাৎ এ শিলাবৃষ্টিতে আমচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

মেহেরপুরে মঙ্গলবার মধ্যরাত থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়। সকালেও কালো মেঘে ঢাকা ছিল পুরো আকাশ। শিলাবৃষ্টিতে আমের গুটি নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন আমচাষিরা।

এক আম ব্যবসায়ী জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে আমের গুটি বেশির ভাগ ঝরে পড়েছে। এ বছর চার লাখ টাকার আম বাগান কেনা আছে। গাছে শুরু থেকে ভালো মুকুল এসেছিল। বাগান থেকে ভালো লাভের আশা করছিলাম।

এক আম বাগান মালিক জানান, গত বছরের চেয়ে এ বছর বাগানে আমের মুকুল ভালো ছিল। মাঝে কুয়াশায় আমের মৌলের কিছুটা ক্ষতি হলেও আজ শিলাবৃষ্টির কারণে গাছ থেকে গুটি ঝরে পড়বে। এবছর বাগান থেকে ১০ লাখ টাকা লাভের আশা করছিলাম।

মেহেরপুর জেলায় ২২শ হেক্টর জমিতে আম বাগান আছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান জানান, সকালের কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে আমের কিছুটা ক্ষতি হবে। এতে আমের গুটি ঝরে পড়বে। তবে লিচুর তেমন কোনো ক্ষতি হবে না। লিচুর ফুল এসেছে মাত্র।

Bootstrap Image Preview