Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যবিপ্রবির ক্যাম্পাস-চৌগাছা রুটের বাস চলাচল শুরু

আকতার হোসেন, যবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:১০ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview


প্রথমবারের মত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস-চৌগাছা রুটের বাস চলাচল উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়-চৌগাছা রুটে একটি বাস উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। 

এরুটে বাস চলার ফলে ওই এলাকার সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হল।

দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা দাবি করে আসছিলেন এই রুটে বাস চলাচলের জন্য। নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতায় এই দাবি পূরণ হয়ে আসছিল না।

এখন থেকে প্রতিদিন সকাল ৮.৩০ ঘটিকায় চৌগাছা থেকে ক্যাম্পাস থেকে ছেড়ে আসবে এবং বিকাল ৫ ঘটিকায় চৌগাছার উদ্দেশে বাস ছেড়ে যাবে।

বাস চলাচলের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক ড. মো: নাজমুল হাসান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আনিছুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডলসহ সাধারণ শিক্ষার্থীরা।

চৌগাছার শিক্ষার্থী কামরুল হাসান শিহাব জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে চৌগাছার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সবারই দাবি ছিল এই রুটে বাস চালু করার। আজ বাস চালু হওয়াতে আমরা সবায় খুব খুশি, তবে বাসের ট্রিপ আরও বাড়ালে আমাদের জন্য খুব উপকার হবে। 


 

Bootstrap Image Preview