Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে পৃথক ৩টি ঘটনায় নিহত ১, আহত ৫

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৯:০৩ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুরে পৃথক ৩টি ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্রী নিহতসহ আরো ৫ জন ছাত্রছাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল অনুমানিক ৭টার সময় উপজেলার নরগুন গ্রামে নানার বাসায় মামাতো বোনের সঙ্গে অভিমান করে শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে যাদুরাণী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও কামারপুকুর গ্রামের সোলেমানের মেয়ে শ্যামলী নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে জানা গেছে। 

অপরদিকে মোটরসাইকেলের ধাক্কায় মিনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বিথি নামে এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

তাকে হরিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে কর্মরত চিকিৎসক জানিয়েছেন। 

এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানে বিজয় পুরস্কার নিয়ে হরিপুর পাইলট ও ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে হাতাহাতি হলে ঘটনাস্থলে ৪ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর জানা গেছে। এরা হল ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সজল, রবিউল, নাজমুল, সমিরুল, মাহফুজ।

তাদেরকে হরিপুর হাসপালে চিকিৎসা দিয়ে সুস্থ হওয়া পর বাড়িতে চলে গেছে বলে কর্মরত চিকিৎসক জানিয়েছে। 

ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র বলেন, ঘটনাটা দুঃখজনক। আমি ইউএনও স্যারকে বিষয়টি জানিয়েছি। 
 

Bootstrap Image Preview