Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের দল নিয়ে মাশরাফি ও আকরাম খানের দ্বিমুখী মন্তব্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৫:৪২ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৫:৪২ PM

bdmorning Image Preview


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য প্রায়  ১৩-১৪ জানের দল সাজানো হয়ে গিয়েছে টাইগারদের। ঘোষনা দিতে একটু বিলম্ব হচ্ছে কারণ দুই এক জায়গায়  বিপিএল এবং ডিপিএলের পারফর্মেন্সের দিকে নজর দিবেন  নাকি নির্বাচকরা। আর সেখান থেকেই ১৫ সদস্যের দল ঠিক করা হবে। এমনটাই জানিয়েন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম।

আকরাম খানের ভাষায়, 'দেখুন টিম কিন্তু প্রায় তৈরি করা আছে। ১৫ জনের মধ্যে থেকে হয়ত ১৩-১৪ জন থাকবেই। একটা জায়গায় হয়তো এই (ঢাকা প্রিমিয়ার লিগ) পারফরম্যান্স ধরা হবে। নিঃসন্দেহে যারা নির্বাচক আছে তারা বিপিএল এবং ঢাকা লিগের পারফরম্যান্স তো বিবেচনা করবেই,' 

কিন্তু টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছেন অন্য কথা। বিশ্বকাপের জন্য ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পারফর্মেন্স গুরুত্ব পাবে না। বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।

ডিপিএলে ভালো পারফম্যান্স করলেই যে  বিশ্বকাপে ভালো করবে এই কথায় এক মত নন  টাইগার দলপতি, 'আসলে আমি ঢাকা লীগ নিয়ে তেমন একটা চিন্তিত না। কারণ এখানে অনেকবার আমি দেখেছি যে মানুষ দিনের পর দিন ১০০ হাঁকিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে যেয়ে স্ট্রাগল করেছে। কারণ উইকেট বলেন, ইন্টেন্ড বলেন, ক্রিকেটের ইন্টেন্ড বলেন এগুলো তো আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি তো না, তবে ঢাকা লীগে কিছুটা আছে। বিপিএলেও আছে।
 

Bootstrap Image Preview