Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিতর্কীত আউট নিয়ে যা বললেন অশ্বিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


সোমবার চলতি আইপিএলে প্রথম মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পঞ্জাব। ম্যাচে পঞ্জাব জয় পেলেও, অন্য একটি কারণে রীতিমতো শিরোনামে এই ম্যাচ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে রাজস্থান। তবে ত্রয়োদশ ওভারে একটি ঘটনা ঘটে। ত্রয়োদশ ওভারে বল করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই ওভারের শেষ বলে তিনি আউট করেন রাজস্থানের জস বাটলারকে। ভাবছেন এতে এ বার নতুন কী আছে। কিন্তু এখানেই আসল ঘটনা।

এমন আউট সহজে দেখা যায় না। ক্রিকেটের ভাষায় এই আউটকে বলে 'মানকাডিং'। অর্থাত্‍ বোলার বল ফেলার সময় নন স্ট্রাইকারে থাকা ব্যাটসম্যানকে আউট করেন। যদি নিজের ক্রিস থেকে বেরিয়ে থাকেন সেই ব্যাটসম্যান। এ ক্ষেত্রেও তা-ই, অশ্বিন বল ফেলার সময় দেখেন নন স্ট্রাইকারে থাকা বাটলার ক্রিস থেকে কিছুটা এগিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তিনি উইকেটে বল মেরে তাঁকে রান আউট করেন। ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারকে কল করেন। দেখা যায় বাটলার ক্রিসের বাইরে।

যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। বিশেষজ্ঞদের অনেকের মতে এই রকম আউট ক্রিকেটের স্পিরিটের বিরোধী। বাকিদের মধ্যে নিয়ম অনুযায়ী আউট।

আইসিসির নিয়ম ৪১.১৬ অনুযায়ী এই ধরনের আউট বৈধ। যেখানে বলা রয়েছে ব্যাটসম্যানকে বলার কোনো ব্যাপারই নেই যে তিনি ক্রিসের বাইরে চলে গেছেন।

ম্যাচ শেষে এই পরিপ্রেক্ষিতে অশ্বিন জানান, 'দেখুন এটা আগে থেকে প্ল্যান করা ছিল না। খেলার নিয়মের মধ্যেই এটা রয়েছে। আমি জানি না এখানে খেলার স্পিরিট নিয়ে কথা কী ভাবে আসছে'।

তিনি আরও জানান, 'যদি নিয়মের মধ্যে থাকে তা হলে তো আছেই। আমাদের নিয়মের মধ্যেই থাকা উচিত। আমি জানি না এটা নিয়ে কেন কথা হচ্ছে। এটা নিয়মের মধ্যেই আছে। নিয়ম সবার জন্যই সমান'।

Bootstrap Image Preview