Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১১:২৩ AM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ ) ভোর ৬টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনি দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে নির্মিত "স্বাধীনতা সোপানে" পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ এবং অত্র উপজেলার সকল পদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানা পুলিশের পক্ষে ওসি তদন্ত মোঃ আবছার হোসেন "স্বাধীনতা সোপানে"পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়া মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমিতি, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, এনজিও প্রতিষ্ঠান একে একে"স্বাধীনতা সোপানে" পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর সকাল সাড়ে ৮টায় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এ সময় মাটিরাঙ্গা থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ আবছার হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: রাজিবুল তাঁর সাথে ছিলেন।

এরপর শান্তির প্রতীক কবুতর উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশের ক্রমাগত উন্নয়ন কর্মকান্ডের ফলে আজ আমরা একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে উপনীত হয়েছি। বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার গড়ার পথ ধরে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।

এরপর মার্চপাস্ট কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন তারা। মার্চপাস্টে বাংলাদেশ পুলিশের একটি চৌকষদল ছাড়াও আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড সদস্যরা অংশগ্রহণ করে। মাটিরাঙ্গা থানার এসআই মো: মহিদ্দিন প্যারেড কমান্ডার হিসেবে মার্চপাস্টে দায়িত্ব পালন করেন।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চমৎকার সব ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে শিশু কিশোরদের জন্য ক্রীড়া ও কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা বাজারের প্রধান সড়ক জাতীয় পতাকায় সজ্জিতকরণসহ সরকারি-বেসরকারি অফিস, রাজনৈতিক দলের কার্যালয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Bootstrap Image Preview