Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর সারাদিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০১:৪০ AM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০১:৪০ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। ৪৮ বছর আগের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে।

দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সরকারি ছুটির দিন।

দিনটি উপল‌ক্ষে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আজ (মঙ্গলবার) দিনভর ব্যস্ত সময় কাটা‌বেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থে‌কে জানা‌নো হয়, প্রধানমন্ত্রী আজ‌কের জাতীয় এই দিব‌সে ভোর ৫টা ৫৭ মি‌নি‌টে সূ‌র্যোদয়ক্ষ‌ণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ কর‌বেন।

সকাল ৭টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কর‌বেন। প্রধানমন্ত্রী হি‌সে‌বে শ্রদ্ধা নি‌বেদ‌নের পর আওয়ামী লীগ সভাপ‌তি হি‌সে‌বে দলীয় নেতাকর্মী‌দের স‌ঙ্গে নি‌য়ে শ্রদ্ধা নি‌বেদন কর‌বেন তিনি।

সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে যোগদান কর‌বেন। বি‌কেল ৪টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ ও ডাক অধিদফতরের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন কর‌বেন শেখ হা‌সিনা।

এ ছাড়া বিকেল ৪টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবন যাবেন প্রধানমন্ত্রী।

Bootstrap Image Preview