Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৯:৫০ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকার গাজীপুরে মাইটিভির শ্রীপুর প্রতিনিধি সোহেল রানা পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি।

২৪ মার্চ রবিবার রাত নয়টার পর গাজীপুরের শ্রীপুর (মাওনা চৌরাস্তা) এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক সোহেল জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের বাড়িতে বেশকিছু যুবক হামলা করে। সে সময় মোবাইলে ভিডিও করতে গেলে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম খন্দকারের নেতৃত্বে তাকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। এমনকি যে মোবাইল ভিডিও করা হচ্ছিল তাও ছিনিয়ে নেয়া হয়।

ঘটনা প্রসঙ্গে সাংবাদিকের ভাই আমানউল্লাহ জানান, তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও চড়াও হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সোহেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তারা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি জি এম ফয়সাল আলম ও সেক্রেটারি রাশেদুল ইসলাম বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের সন্ত্রাসী হামলা খুবই নিন্দনীয় ও উদ্বেগজনক। এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

নেতৃবৃন্দ হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

Bootstrap Image Preview