Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারাদেশের মত ‘ব্ল্যাক আউট’এ সামিল বিডিমর্নিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৯:১০ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


‘আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা’-হৃদয় ছুঁয়ে যাওয়া সঙ্গীতে ভূবন ভরা আলোতে পরাধীনতার নীড়ে মানব হৃদয়ের অনুভূতি উদ্ভাসিত হয়েছে রবি চিত্তে। অথচ ১৯৭১ সালের ২৫ মার্চ ভূবন ভরা আলো নিভে গেল সারাবাংলায়। সারাদেশে নির্মমভাবে চালানো হয়েছে অপারেশন সার্চলাইট (ইংরেজি: Operation Searchlight)। আলোর মতো নিভে গেল বাঙালি জাতির বহু জীবন প্রদীপ। নেমে আসলো অন্ধকার। শুরু হলো অস্তিত্বের লড়াই স্বাধীনতা যুদ্ধ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ২৫ মার্চ রাতে শহীদদের স্মরণে পালিত হলো  ‘ব্ল্যাক আউট’। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশের সব আলো নিভিয়ে রেখে শহীদদের স্মরণ করা হয়। সারাদেশের মত সেই ‘ব্ল্যাক আউট’ এ সামিল হলো বিডিমর্নিং নিউজ পোর্টাল।

এক মিনিট অন্ধকারে থেকে অবশেষে আলোকিত হলো বাংলাদেশ। এই ১ মিনিট স্মরণ করা হয়েছে কালরাতে শহীদদের। অন্ধকারেই প্রত্যেকের উপলব্ধি আলাদা। যেন নতুন আলোর সন্ধানে অপেক্ষারত স্বজন হারানো বাংলাদেশ। অপেক্ষা আলোতে মুক্তির। স্বাধীনতাই মেললো মুক্তি।

এ আয়োজনে কেবল বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুৎ সবরাহ বন্ধ করা হয়নি। এছাড়াও জরুরি সেবা প্রতিষ্ঠান ও কেপিআই এই আয়োজনের বাইরে ছিল।

Bootstrap Image Preview