Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে ১৬০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৮:৫৭ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৯:১০ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া গ্রিন প্যালেস রিসোর্টের মূল গেটের সামনে থেকে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৫ মার্চ) বিকেলে এ অভিযান চালায় ডিবি পুলিশ। আটকৃতরা হলেন- উপজেলার আলিশারকুল এলাকার আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৩০) উত্তর উত্তরসূর এলাকার শায়েস্তা মিয়ার ছেলে শরীফ মিয়া (২২)।

ডিবির সাব-ইন্সপেক্টর মুমিন খাঁন জানান, আটককৃত নজরুল এবং শরীফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। আজ মাদকের একটি চালান যাবে- এমন তথ্যের ভিত্তিতে ডিবির ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আলিশারকুল এলাকার আব্দুল খালেকের ছেলে নজরুল কয়েক মাস আগেও সিএনজি-অটোরিকশা চালাতো। তখন থেকেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান বহন করতো সে।

তবে নজরুল খুব ধুরন্ধর হওয়ায় অনেকবার আটকের চেষ্টা করেও তাকে আটক করতে ব্যর্থ হয় ডিবি পুলিশ। নজরুল শ্রীমঙ্গল মাদক ব্যাবসায়ী সিন্ডিকেটের অনেকের মধ্যেই একজন বলে নিশ্চিত করেন ডিবি। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview