Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর এই ছিনতাইকারীকে ধরতে সহায়তা চাইলো পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৮:২৭ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৮:২৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ছবিতে চিহ্নিত নীল শার্ট পরিহিত ব্যক্তিটি একজন ছিনতাইকারী। সিসি ক্যামেরার মাধ্যমে তার ছবি সংগ্রহ করা হয়েছে। তার পরিচয় জানা না থাকায় তাকে গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ, ২০১৯ তারিখে মোঃ সোহেল নামে একজন ব্যক্তি খিলক্ষেত থানায় এসে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, মোঃ সোহেল গত ০৬ মার্চ, ২০১৯ বেলা ১১টায় ইসলামী ব্যাংক লিমিটেড, নিকুঞ্জ-২ শাখা হতে এক লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে নিকুঞ্জ-২ এর ২নং রোডের গ্রামবাংলা রেস্টুরেন্টের বিপরীত পার্শ্বে রাস্তায় পৌঁছালে ছবিতে চিহ্নিত নীল শার্ট পরিহিত ছিনতাইকারী ও তার সহযোগিরা মিলে তাকে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে মারধর করে তার কাছে থাকা এক লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

চিহ্নিত নীল শার্ট পরিহিত ছিনতাইকারী ও তার সহযোগী অন্যান্য ছিনতাইকারীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখিত ব্যক্তির কোন পরিচয় কিংবা সংবাদ পাওয়া গেলে খিলক্ষেত থানায় (ওসি-০১৭১৩-৩৭৩১৭৪) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Bootstrap Image Preview