Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫৯ র‌্যাব সদস্যকে পুরস্কার দিচ্ছেন বেনজীর আহমেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview


সাহসিকতা ও সেবা ক্যাটাগরিতে সম্মাননা স্বীকৃতি পেতে যাচ্ছেন ৫৯ জন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্য। মঙ্গলবার (২৬ মার্চ) র‍্যাব হেড কোয়ার্টারে র‌্যাবের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের এ স্বীকৃতি দেওয়া হবে।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, প্রতিবছরের মতো এবারও সাহসিকতা ও সেবা পুরস্কার দিচ্ছেন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। র‍্যাব সদস্যরা তাদের নিজ নিজ কাজে যে সফলতা দেখিয়েছে, তার ওপর ভিত্তি করে এ পুরস্কার দেওয়া হবে। র‍্যাব মনে করে, এ স্বীকৃতিতে সদস্যদের মধ্যে সাহসিকতা ও কর্মস্পৃহা বাড়ে।

র‍্যাব সদর দফতর সূত্রে জানা যায়, ২০১৮ সালে আভিযানিক ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪ জন র‍্যাব সদস্যকে বিশেষ সম্মাননা সাহসিকতা এবং প্রশাসনিক ও সেবামূলক প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২৫ জন র‍্যাব সদস্যকে বিশেষ সম্মাননা সেবা দেওয়া হবে।

Bootstrap Image Preview