Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরিষাবাড়ীতে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৬:২৬ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৬:২৬ PM

bdmorning Image Preview


জামালপুরের সরিষাবাড়ীতে জমি দখলে বাধাপ্রদানকারীদের মারপিট করে পুলিশে সোর্পদ করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় পৌরসভার বাউসী বাঙ্গালী এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে সরিষাবাড়ী থানার এসআই ঈমান আলী’র নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে কালু (৫৫), সুরুজ (৫৪), রফিক (৩০), মজিরন (৪৫), মনোয়ারা (৪০), মিলন (২৫), খুশি ( ২২), অবনা (৪৫), নাজমাসহ (৫০) অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার বাঙ্গালী মৌজার ৩৭ শতাংশ জমি নিয়ে বাঙ্গালী মহল্লার মৃত শাহেদ আলী শেখের ছেলে হুসেন আলী ও নবা মন্ডলের ছেলে আব্দুল মালেকের সাথে একই মহল্লার পৈতৃকসুত্রে প্রাপ্ত দাবিদার মৃত রণা মন্ডলের ছেলে সুরুজ, কালু, নাতিন রফিকের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।

বিরোধপূর্ণ জমিতে সোমবার সাড়ে ৯টার দিকে হুসেন আলী ও আব্দুল মালেক কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে মাটি ফেলে জোরপৃর্বক ভূমি জবরদখল করতে যায়। এ সময় কালু সুরুজ, রফিকসহ অন্যান্য অংশীদারগণ জমি দখলে বাধা দিলে দু'পক্ষের মাঝে সংর্ঘষ বাধে।

প্রভাবশালীরা মারধর করার পর প্রকৃত ভূমি মালিক সুরুজ, কালু, রফিক দৌঁড়িয়ে ৩ জনকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল খেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে জেল হাজতে পাঠানো হবে।

Bootstrap Image Preview