Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে জনসংহতি সমিতির ৩ কর্মী আটক

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৫:২২ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৫:২২ PM

bdmorning Image Preview


বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) তিন কর্মীকে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও চাঁদাবাজির দায়ে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) সকালে বান্দরবানের রুমা উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- রুমা উপজেলার জেএসএস এর সহ-সভাপতি ক্যসাপ্রু মারমা, থোয়ইসানু মারমা ও ভূমি বিষয়ক সম্পাদক লামরাম বম।

রুমা থানার ওসি আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নামে আগে থানায় মামলা ছিল। তাদেরকে আটক করে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

এ দিকে জনসংহতি সমিতির বান্দরবান জেলার সহ-সভাপতি অংথোয়াইচিং মারমা বলেন, জায়গা-জমি নিয়ে লালরামের নামে আগে মামলা ছিল। আদালত থেকে জামিন নিয়ে নিয়মিত হাজিরাও দিতেন। কিন্তু নতুন করে ষড়যন্ত্রমূলকভাবে তাদের আটক করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Bootstrap Image Preview