Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন: শ্যামনগরে নির্বাচিত হলেন যারা

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগরে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ২৪ মার্চ সকাল ৮টা হতে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়নের ৮৯টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে এসএম আতাউল হক দোলন নৌকা প্রতিক নিয়ে ৭২ হাজার ৫২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক অধ্যক্ষ জিএম ওসমান গণি দোয়াত কলম প্রতিকে নিয়ে ১০ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন। লাঙ্গল প্রতিক নিয়ে এ্যাড. আজিবর রহমান ৯৬৪ ভোট পেয়েছেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ টিউবওয়েল প্রতিক নিয়ে ৩২ হাজার ৮৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স.ম. আব্দুস সাত্তার তালা প্রতিক নিয়ে ২৪ হাজার ৭৩ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিক নিয়ে খালেদা আইয়ুব ডলি ৪৫ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী পাপিয়া হক ১৫ হাজার ৫৯২ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন সমাপ্ত হয়েছে।

Bootstrap Image Preview