Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রিকশার জন্য অপেক্ষমান নারীকে জরিয়ে ধরে কারাগারে যুবক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


পঞ্চগড়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে মো. আমিনার রহমান (৪৬) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সবনম এ দণ্ডাদেশ দেন।

রবিবার (২৫ মার্চ) সন্ধ্যায় রিকশার জন্য অপেক্ষমান এক নারীকে জড়িয়ে ধরার অপরাধে তার কারাদণ্ড হয়। আমিনুর রহমান পঞ্চগড় সদরের ইসলামবাগ এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যায় ঘটনার শিকার ওই নারী পঞ্চগড় বাজারে যাওয়ার জন্য পঞ্চগড় মিলনায়তনের সামনে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আমিনুর রহমান হঠাৎ করে ওই নারীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। এ সময় ওই নারী চিৎকার করলে আমিনুর নারীর মুখে ঘুষি মারে।

এ সময় স্থানীয় জনগণ এগিয়ে আসেন ও মহিলাকে পঞ্চগড় অধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। আর আমিনুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসা শেষে নারী ও আমিনুরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় আমিনুর তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহিনা সবনম ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Bootstrap Image Preview