Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় গণহত্যা দিবস পালিত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৩:৫০ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


দেবহাটায় সরকা‌রি খানবাহাদুর আহছানউল্লা ক‌লে‌জে ২৫ শে মা‌র্চের গণহত্যা দিবস পালন করা হ‌য়ে‌ছে।

আজ সোমবার সকাল ১০টায় ক‌লেজ হল রু‌মে দিবস‌টি উপল‌ক্ষ্যে আলোচনা সভা, মু‌ক্তিযু‌দ্ধের গল্প শোনা, কুইজ ও পুরস্কার বিতর‌ণের আয়োজন করা হয়।

উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল ম‌জি‌দের সভাপ‌তি‌ত্বে আ‌লোচনায় মু‌ক্তিযু‌দ্ধে ২৫শে মার্চ কালরা‌ত্রের উপর ভি‌ত্তি ক‌রে বক্তব্য রা‌খে ব্যবস্থাপনা বিভা‌গের প্রধান মইনুদ্দীন খান, রসায়ন বিভা‌গের স্বপন কুমার মন্ডল, ম‌নো‌বিজ্ঞান বিভা‌গের এসএম মিজানুর রহমান, অর্থনী‌তি বিভা‌গের শ‌হিদুল ইসলাম, ইং‌রে‌জি বিভা‌গের ফের‌দৌ‌সী প‌পি, বাংলা বিভা‌গের দৌলাতু‌ন্নেছা পারুল।

দিবস‌টি‌তে ছাত্রছাত্রী‌দের কা‌ছে তু‌লে ধরা হয় ১৯৭১ সা‌লের ২৫শে মার্চের ভয়াল কাল রাত। এই দিনে ঢাকায় ঘটেছিলো মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত হত্যাকাণ্ড। সেই বছরের এই রাতে বর্বর পাক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর সেইদিন বাঙ্গালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। এছাড়াও অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন গোলাম জাকা‌রিয়া, শংকর কুম‌ার দাস, শেখ হা‌বিবুল্লাহ,  আলহাজ্ব ম‌নিরুল ইসলাম, আজহারুল ইসলাম, কা‌মিদুল ইসলাস সহ ছাত্রছাত্রী বৃন্দ।

Bootstrap Image Preview