Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে ৬শ' ও ১২শ' টাকায় পাশ নাম্বার দেয়ার অভিযোগ 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে এইচএসসি ও ডিগ্রী (পাস) ব্যবহারিক পরীক্ষায় পাশ নম্বর দেয়ার জন্য শিক্ষার্থীদের নিকট থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এবিষয়ে শিক্ষার্থীরা নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

শিক্ষার্থীরা জানায়, ফেল করার ভয় দেখিয়ে, বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অথবা মিষ্টি খাওয়ার কথা বলে শিক্ষকরা আমাদের নিকট থেকে টাকা আদায় করছে। ভূগোল বিষয়ে ব্যবহারিক পরীক্ষার জন্য এইচএসসিতে ৬০০ ও ডিগ্রীতে ১২০০ টাকা নেওয়া হচ্ছে। এনিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশ না করা শর্তে ভুক্তভোগি এইচএসসি ও ডিগ্রী’র শিক্ষার্থীরা জানান, ভূগোল বিষয়ের স্যার ব্যবহারিক পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার জন্য আমদের নিকট থেকে ৬শ' টাকা ও ১২শ' টাকা করে নিয়েছে। যারা টাকা দেয়নি তাদের টাকা পরিশোধ করার জন্য চাপ দিচ্ছে।

এবিষয়ে নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক ইনছান আলী বাবলু জানান, আমার কাছ থেকে যেসব ছাত্রী নোট বই নিয়েছে শুধু তাদের নিকট থেকে টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত কোন টাকা নেয়নি।

নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বলেন, বিষয়টি শুনেছি। তবে কোন ছাত্রী আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে। 

Bootstrap Image Preview